সংবাদপত্র আর সাংবাদিকতাকে মনে হলো অতীতের রাজদরবারে সভা কবিদের ইতিহাস রচনার দিকে দ্রুত এগুচ্ছে। তাই জড়িয়ে পরলাম প্রকাশনায়।
অতীতের সবকিছু ভেঙ্গে ছুড়ে ত্যাগ করে সাহায্যের হাত বাড়ালেন সুমাইয়া সুমি। কবি বেলাল চৌধুরী ও কবি সুনীল গঙ্গোপাধ্যায় এক সন্ধ্যায় প্রকাশনার নাম দিলেন ‘আবিষ্কার’। সময়টা ২০০৮ সাল।
উপদেষ্টার আসনে থাকলেন অধ্যাপক আনিসুজ্জামান স্যার, লেখক কূটনিতীক ওবায়েদ জায়গিরদার, বেবি মওদুদ এবং কবি নির্মলেন্দু গ ুন। প্রকাশনাকে সমৃদ্ধ করার জন্য সাহায্যের হাত বাড়ালেন কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। সেলিনা হোসেন...
|